ঠিকানা:- বনগ্রাম, ময়মনসিংহ।
খরচ:- আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মতন।
এই প্রজেক্ট-টি বনগ্রাম, ময়মনসিংহে হতে যাচ্ছে, প্রজেক্টের মালিক ঢাকায় চাকুরীরত আছেন, তার এলাকায় কোন CNG পাম্প না-থাকায় তিনি একটি CNG স্টেশন করার চিন্তা করেন অতঃপর ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। আমারা তার জায়গাটি ভিজিট করি এবং তার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি কটেজ টাইপ CNG স্টেশন করতে চান। যেখানে উনি রাতে থাকতে পারবেন।খোলা বারান্দা থাকবে, বসার যায়গা থাকবে।বাগান থাকবে।তাই আমারা বাড়ির আদলে তার CNG স্টেশনটির ডিজাইন করি।
গ্রাউন্ড ফ্লোরে আছে
১) ক্যাশ কাউন্টার।
২)দোকান।
৩)শোরুম।
দ্বিতীয়তলায় আছে
১)অফিস রুম।
২)বিশ্রামের জন্য আধুনিক সকল সুবিধা সহ ১ টা বেড রুম।
৩)সুবিশাল ওপেন টেরাস।