আয়তন:- প্রতি ফ্লোরে ১৫০০ স্কয়ারফিট।
প্রজেক্ট হিস্টরিঃ -
বাড়ির মালিক আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস সমূহ দেখে ও আমাদের কাজ এর মান দেখে আমাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।প্ল্যান এর কাজ করার সময় প্রতিটি বিষয় তার মতামত ও পছন্দের কথা জানিয়েছেন। তার পছন্দ ও ভালো লাগার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার ডিজাইন করি যা তিনি খুবই পছন্দ করেন।
এই ভবনটির মাটির লেভেল রাস্তা থেকে ৭ফিট নিচু হওয়ায় আমরা লেভেল মার্ক করে ৯ফিট উচ্চতায় গ্রাউন্ড ফ্লোর লেভেলে রেখেছি এবং ভালো বিষয় হচ্ছে, এই ফ্লোর টিকে আমরা এখন বেইজমেন্ট পার্কিং হিসেবে ব্যাবহার করবো। খুব কম সময়ের মধ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সাথে রড লেভেল প্রজন্ত ভরাটের পরিকল্পনা আছে , তখন এটি ভরাট হলে ২ তলা বাড়ি হিসাবে ব্যবহৃত হবে।
গ্রাউন্ড ফ্লোরে আছেঃ
এক টি ইউনিটঃ –
* ৪টি বড় বেড।
* ৪টি বড় টয়লেট। (৩টি টয়লেট বেড এর সাথে আরেকটি কমন টয়লেট।)
* ১টি বড় ডাইনিং রুম ।
* ১ টি বড় লিভিং রুম ।
* ১টি বড় কিচেন।
* ২ টি বড় বারান্দা।
* ৪টি বড় বারান্দা।
১ম থেকে ২য় তলায় আছে ২টি করে ইউনিট।
১টি ইউনিটে থাকছেঃ
* ২টি বড় বেড।
* ৩টি বড় টয়লেট। (দুটি টয়লেট বেড এর সাথে আরেকটি কমন টয়লেট।)
* ১টি বড় ডাইনিং রুম ।
* ১ টি বড় লিভিং রুম ।
* ১টি বড় কিচেন।
* ৪ টি বড় বারান্দা।
আরেকটি ইউনিটে থাকছেঃ
*১টি বড় বেড।
* ২টি বড় টয়লেট। (১টি টয়লেট বেড এর সাথে আরেকটি কমন টয়লেট।)
* ১টি বড় ডাইনিং রুম ।
* ১ টি বড় লিভিং রুম ।
* ১টি বড় কিচেন।
* ২ টি বড় বারান্দা।
এছাড়া বাড়িটিতে আধুনিক সকল সুবিধা থাকছে।
ছাদে থাকছে সবার বসার জন্য সুন্দর সিটিং সিস্টেমের ব্যাবস্থা,
* পুরো ছাদে ভেজিটেশন।