আয়তন:- প্রতি ফ্লোরে ৩২০০ স্কয়ারফিট
খরচ:- আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা
এই বাড়িটি নির্মান করা হবে কলেজ রোড এলাকাতে পটুয়াখালী। আমরা উনাকে ডিজাইন এর ব্যাপারে আশ্বস্ত করি। আমাদের একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রথমে জমিটি ভিজিট করে আসেন। তার পরে আমরা ডিজাইন এর কাজ করি। প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট করা হয়েছে। শুধুমাত্র দ্বিতীয় তলার ফ্লোরটি বাড়ির মালিকের জন্য দুইটা ইউনিট করা হয়েছে। নিচতলাতে এক পাশে একটি ইউনিট আছে আর সামনে আছে গাড়ির পার্কিং এবং পাশে কেয়ারটেকার এর রুম। আমরা চেষ্টা করেছি এই জমিটিতে একটু সুন্দর ডিজাইনের কাজ করতে এবং আধুনিক সকল সুবিধা রাখতে।