আয়তন:- প্রতি ফ্লোরে ২০৫০ স্কয়ারফিট।
খরচ:- আনুমানিক ৫০ লক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা।
এই কটেজ টি নির্মিত হবে কুয়াকাটা সমুদ্র সৈকতের অতিসন্নিকটে, প্রজেক্টের মালিক চেয়েছিলো সাদামাটা মধ্যে এমন কোন ডিজাইন হবে যাতে সে অনেকদিন না থাকলেও যত্নহীনতা ও কিংবা সৈকতের বৈরী আবহাওয়াও তার স্থাপনাটি সৌন্দর্য নষ্ট না হয়। আমরা সে অনোযায়ী পুরো কটেজের ডিজাইটি এমন ভাবে ভাবে হয়েছে যাতে এর বাহির সৌন্দর্য প্রতিকূল পরিবেশেও অনেকবছর অটুট থাকে। যেমন লবনাক্ততা, ধুলাবালি, আদ্রতা সব মিলিয়ে দেয়ালের বাহিরের সৌনর্য নষ্ট করে তাই আমরা বহিরের কালার কম্বিনেশনটা সামুদ্রিক আবহাওয়ার সাথে সামঞ্জস্য পূর্ণ রেখেছি।
ডুপ্লেক্স ভবনটির ডিটেইলসঃ
নিচতলাতে
১) একটি ড্রইং রুম সাথে একটি বারান্দা।
২) একটি ডাইনিং রুম।
৩) একটি বড় কিচেন সাথে কিচেন স্টোর।
৪) দুটি বেডরুম সাথে দুইটি এটাচ বাথরুম ও বারান্দা
৫) একটি কমন বাথরুম।
৬) একটা নামাজের ঘর।
৭) সামনে একটি পোর্চ।
দ্বিতীয় তলায়ঃ
১)তিনটি বেডরুম সাথে তিনটি এটাচ বাথরুম ও বারান্দা।
২) একটা ফ্যামিলি লিভিং রুম।
৩) একটা কমন বাথরুম।
৪) একটি ড্রাই কিচেন।
৫) সম্মুখে একটি পোর্চ। ( যেখানে বসে রাতের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যাবে। )